Thursday, July 3, 2025
HomeScrolling৩৫ লাখের বেশি প্রাণহানি দেখলো বিশ্ব

৩৫ লাখের বেশি প্রাণহানি দেখলো বিশ্ব

শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৭ কোটির কাছাকাছি

করোনার পরিসংখ্যানে যোগ হলো আরেকটি ‘লাখ’। ৩৪ লাখ পার হয় সপ্তাহ খানেক আগে, আর বৃহস্পতিবার সকালে সর্বশেষ ২৪ ঘণ্টার মৃত্যু যোগ করে প্রাণহানি ছাড়াল ৩৫ লাখের ঘর।  আর আক্রান্তও ১৭ কোটির কাছাকাছি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সকাল ৮টার দিকে জানায়, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯০ লাখ ৭১ হাজার ১৮৭। এর মধ্যে মারা গেছে ৩৫ লাখ ১২ হাজার ২৩ জন। সুস্থ হয়ে উঠেছে ১৫ কোটি ৭ লাখ ২ হাজার ৮৭৭ মানুষ।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২০৭ জন রোগী, মারা গেছে ৬ লাখ ৬ হাজার ১৭৯ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে প্রায় এক মাস ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। এখন পর্যন্ত ২ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৯৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ২৬৩ জনের।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৪৪০ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৬২৩ জনের।

চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে করোনা শনাক্ত হয়েছে ৫৬ লাখ ২১ হাজার ৬৯৬ জনের শরীরে। মারা গেছে ১ লাখ ৯ হাজার ২৩ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ১২ হাজার ১২৩, মারা গেছে ৪৬ হাজার ৭৮৭ জন।

পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো— রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও স্পেন।

এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ নম্বরে। গত বছরে মার্চে প্রথম শনাক্ত ও মৃত্যুর খবর আসে। বুধবার বিকেলের হিসেবে এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৪৫৮ জন। মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। যা এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments