Saturday, April 27, 2024
HomeScrollingজিম্বাবুয়ে সফরে কমল টেস্ট, বাড়ল টি-টোয়েন্টি

জিম্বাবুয়ে সফরে কমল টেস্ট, বাড়ল টি-টোয়েন্টি

জুন-জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি নির্ধারিত ছিল আগেই। তবে সেই সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সূচিতে এক টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানো হয়েছে।

আগের সূচিতে আফ্রিকার দেশটির বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। তবে নতুন সূচিতে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুই বোর্ড আলোচনা করে সূচি থেকে একটি টেস্ট বাদ দিয়েছে। একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’

২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১৬, ১৮ ও ২০ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments