Tuesday, May 21, 2024
HomeScrollingগাজায় হত্যাযজ্ঞ: নেতানিয়াহুকে ফোন করে সমর্থনের কথা জানালেন বাইডেন

গাজায় হত্যাযজ্ঞ: নেতানিয়াহুকে ফোন করে সমর্থনের কথা জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন।

শনিবার এই দুই নেতার সঙ্গে বাইডেন পৃথক ফোনালাপ করেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি একনিষ্ঠ সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলে নির্বিচার রকেট হামলার নিন্দা জানান বাইডেন।

তবে তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাইডেন। জেরুজালেম সব ধর্ম বিশ্বাসীদের জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গায় পরিণত হবে বলেও দুই নেতা তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে গত সোমবার থেকে গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলা বর্ষণে শনিবার পর্যন্ত অন্তত ১৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। আহত হয়েছেন ৯৫০ জন।

অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments