দেশে প্রাণঘাতি করোনায় সোমবার পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানীর বাসিন্দারা। ঢাকা মহানগরীতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৭৪ জন।
আইইডিসিআর’র তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজধানীর পুরান ঢাকা ও মিরপুর হয়ে ওঠেছে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল।
পুরান ঢাকার বিভিন্ন এলাকার মধ্যে ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে ৩১, সূত্রাপুরে ১২ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।
মিরপুরের টোলারবাগে ১৯ জন, মিরপুর ১১ নম্বরে ১৩ জন, ১২ নম্বরে ১২ জন ও মিরপুর ১ নম্বরে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৩ জন, তেজগাঁওয়ে ২৩ জন, বাসাবোতে ১৯ জন, মহাখালীতে ১৬ জন, গ্রীণরোডে ১০ জন, গুলশানে ১৬, ধানমন্ডিতে ২৩ জন, মোহাম্মদপুরে ৩৮ জন ও উত্তরায় ২৩ জন শনাক্ত হয়েছে।
সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছে। এই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন।
আক্রান্তদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।