Tuesday, July 1, 2025
HomeScrollingঈদুল ফিতরে দীপ্ত টিভিতে নয় সিনেমা

ঈদুল ফিতরে দীপ্ত টিভিতে নয় সিনেমা

প্রিমিয়ার হচ্ছে শাকিবের আলোচিত ছবির, সঙ্গে জয়া-শুভ-মাহির একাধিক ছবি

ঈদুল ফিতর উপলক্ষে দীপ্ত টেলিভিশনে থাকছে সাত দিনের বিশেষ অনুষ্ঠানমালা। এ অংশ হিসেবে প্রচার হবে জনপ্রিয় ও আলোচিত নয়টি সিনেমা।

গত বছর আলোচনায় ছিল শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘বীর’। কাজী হায়াতের ৫০তম সিনেমাটির প্রিমিয়ার হবে দীপ্ত টিভিতে।

ঈদের দিন দুপুর দেড়টায় প্রচার হবে ‘বীর’। শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলি। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, নানা শাহ, ডন প্রমুখ।

পরদিন দেখা যাবে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান। সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

‘ঢাকা অ্যাটাক’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন। দীপঙ্কর দীপনের পরিচালনায় অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান প্রমুখ।

চতুর্থ দিন থাকছে আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’। অভিনয় করেছেন আরিফিন শুভ, আঁচল আঁখি, মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ।

ঈদের পঞ্চম দিন থাকছে দুই ছবি। সকাল ৯টায় প্রচার হবে ‘অবতার’। মাহমুদ হাসান সিকদারের পরিচালনায় অভিনয় করেছেন মাহিয়া মাহী, আমিন খান, জে এইচ রুশো, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

দুপুর দেড়টায় থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাটা’। অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মৌসুমী, ফারুক আহমেদ, ড. এজাজ আহমেদ প্রমুখ।

ষষ্ঠ দিনও প্রচার হবে দুই ছবি। সকাল নয়টা ‘গহীন বালুচরে’, পরিচালনায় বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জান্নাতুল নূর মুন, নীলাঞ্জনা নীলা, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাত হোসেন প্রমুখ।

দুপুর দেড়টায় দর্শক দেখবে ‘চোরাবালি’। রেদওয়ান রনির পরিচালনায় অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, এ টি এম শামসুজ্জামান, হুমায়ুন সাধু, জান্নাতুল ফেরদৌস পিয়া প্রমুখ।

সপ্তম দিন দুপুর দেড়টায় থাকছে অমিত আশরাফের ‘উধাও’। অভিনয় করেছেন মনির আহমেদ শাকিল, শাহেদ আলী, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments