Monday, May 6, 2024
HomeScrollingদক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে করোনার ভারতীয় ধরন

দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছে করোনার ভারতীয় ধরন

ওই মহাদেশে এর আগে কেনিয়া, উগান্ডা ও মরক্কোয় ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়

দক্ষিণ আফ্রিকায় ৪ জনের শরীরে ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী জুয়েল মিখাইজ এক বিবৃতিতে বলেন, গুতেং ও কাজালু-নাতাল প্রদেশে চার জনের শরীরে ভারতীয় করোনার ধরন বি.১.৬১৭.২ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা সবাই সম্প্রতি ভারত সফর করেছেন।

ওই মহাদেশে এর আগে কেনিয়া, উগান্ডা ও মরক্কোয় ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা এ ক্ষেত্রে চতুর্থ দেশ।

ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির করোনার ধরন বিশ্বের এক ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

বিশ্বের অনেক দেশ ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও দক্ষিণ আফ্রিকা এখনো তা করেনি।

এ বিষয়ে কেবিনেটে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী।

দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ১৫ লাখ ৯০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৪ হাজার ৭০০-রও বেশি লোক।

এ দিকে বাংলাদেশেও করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারত থেকে ফেরা ১৬ জনের নমুনা পরীক্ষায় প্রথমে তিনজনের করোনা পজিটিভ পাওয়া যায়। পরে ওই তিনজনের নমুনার জিনোম সিকোয়েন্স করলে দুজনের শরীরে ভারতের ভেরিয়েন্ট শনাক্ত হয় বলে জানানো হয় শনিবার।

ভারতের নতুন ধরনের করোনা ভেরিয়েন্ট কোনোভাবেই যাতে বাংলাদেশে ছড়াতে না পারে, সে জন্য গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। গতকাল সীমান্ত বন্ধের সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments