Tuesday, May 7, 2024
Homeগণমাধ্যমমাদারীপুর জেলার ২৪ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট

মাদারীপুর জেলার ২৪ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট


মাসুদুর রহমানঃ

দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এক নারী চিকিৎসক ও তার শিশু সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত
হয়েছেন। এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৭। আর মাদারীপুর জেলায় আক্তান্ত মোট সংখ্যা দাঁড়ালো ২৫ জন।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, শিবচরে এক নারী চিকিৎসক ও তার শিশু সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ডক্টর’স কোয়াটার লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার সাত বছরের সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তার ডাক্তার স্বামী করোনা আক্রান্ত হন। তিনি নারায়নগঞ্জ থেকে চিকিৎসক স্ত্রীর কাছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর’স কোয়াটারে বেড়াতে এসেছিলেন। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, দেশের প্রথম লকডাউন হওয়া শিবচরে এ পর্যন্ত দুই চিকিৎসকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছে, ২ জন সুস্থ ও বাকিরা আইসোলেশনে আছে। এছাড়া সদর উপজেলা ৫ জন, রাজৈরে ২ জন ও কালকিনিতে ১ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments