Wednesday, July 2, 2025
HomeScrollingশিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

শিবচরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

মাদারীপুর জেলার শিবচরে রামদা, চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

উপজেলার কুতুবপুর ইউনিয়নের শফিজ আকনেরকান্দি গ্রামের মিরাজ আকনের বাড়ির সামনে থেকে শনিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রনি হাওলাদার (১৮) ও হালান শিকদার (৩২)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৪ টি চাইনিজ কুড়াল, ২ টি রাম দা, ৯ টি গুলতি ও ১০০ মারবেল।

শিবচর থানা সূত্রে জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান প্রার্থী মনোয়ার ব্যাপারীর সমর্থক। তারা প্রতিপক্ষের লোকজনের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজিবাইকের সিটের নিচ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে। তারা প্রতিপক্ষের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments