Tuesday, July 1, 2025
HomeScrollingমাদারীপু‌রে সাহেদ বেগ হত্যা মামলায় দুই জনের ফাঁসি

মাদারীপু‌রে সাহেদ বেগ হত্যা মামলায় দুই জনের ফাঁসি

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি।।

মাদারীপু‌রের রা‌জৈ‌রের সাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুই জন পলাতক আসামীর ফাঁ‌সির আ‌দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। বুধবার দুপুরে অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক লায়লাতুল ফের‌দে‌ৗস মৃত্যুদ‌ন্ডের পাশাপা‌শি ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

সাজাপ্রাপ্তরা হ‌লেন-‌ রাজৈর উপজেলার হরিদাসদী- মহেন্দ্রদী ইউ‌নিয়‌নের ইউসুফ আলী মুন্সীর ছেলে সে‌লিম মুন্সী (৩৫)ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পা‌ভেল শিকদার(৩৬)। দুই আসামী পলাতক রয়েছেন বলে জানান পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং। মামলার ন‌থি সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত শা‌হেদ বেগ ২০১২ সা‌লের ২৯ ন‌ভেম্বর রা‌তে লি‌বিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ ক‌রে বা‌ড়ি ফেরার সময় রা‌জৈর উপ‌জেলার বা‌টিয়ারকান্দা গ্রা‌মের খা‌লের ম‌ধ্যে নিহত সা‌হে‌দের লাশ পাওয়া যায়।

‌সাহেদ বেগ এর বোন লাকি বেগম বলেন, আমার আজো আমার ভাই এর ছবি বুকে নিয়ে ঘুরি, আজকের রায়ে আমাদের সন্তুষ্ট। যারা নির্মম ভাবে আমার ভাইকে হত্যা করেছে আমরা তাদের দ্রুত ফাঁসি চাই।

সাহেদ বেগ এর ভাই রফিক বেগ বলেন, আজকের এ রায়ে আমরা সন্তুষ্ট। আমি মনে করি আসামি দের দ্রুত গ্রেফতার করে এ রায় কার্যকর করা হবে।

মাদারীপুর জজ কোর্টের পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং ব‌লেন, দীর্ঘ‌দিন ধ‌রে মামলাটি বিচারাধীন থাকার পর আজ আদালত দুই আসামীর ফা‌ঁসির আ‌দেশ সা‌থে ৫০ হাজার টাকা জারিমানা প্রদান ক‌রে‌ছেন। এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments