মহামারীর বছরে ইন্টারনেট কালচারে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে ছোট ভিডিও বানানোর অ্যাপ টিকটক। মোবাইলের বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপ অ্যানিয়ের তথ্য অনুযায়ী, চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি বিদায়ী বছরে সবচেয়ে বেশিবার ডাউনলোড হয়েছে।
করোনার দিনগুলোতে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ এবং জুমের মতো অ্যাপের ব্যবহারও বেড়েছে। তবে টিকটকের আধিপত্য ছিল সবার চেয়ে বেশি।
অ্যাপ অ্যানিয়ের নতুন রিপোর্ট বলছে, ২০২১ সালে টিকটক মাসিক ১ বিলিয়ন ব্যবহারকারীর রেকর্ড ভেঙে দেবে!
টিকটক এই সাফল্য পেয়েছে তুমুল প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে। ভারতে অ্যাপটি বন্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্র টালবাহানা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপটির মালিকানা বিক্রির জন্য চাপ দিতে থাকেন। আমেরিকার নামকরা সব কোম্পানি টিকটক কিনতে এগিয়ে আসে। শেষ পর্যন্ত নির্বাচন চলে আসায়, বিষয়টি ঝুলেই থাকে।
২০১৭ সালে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরির এই অ্যাপ।
কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলতে থাকেন, অ্যাপটি অসৎ উদ্দেশে ব্যবহার করতে পারে বেইজিং। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে।
টিকটকে ভাগ্য বদল: টিকটক দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তরুণ-তরুণী যেমন নিজেদের ভাগ্য বদল করেছেন, তেমনি এর প্রতিষ্ঠাতাও হয়েছেন চীনের অন্যতম সেরা ধনী।
২০১২ সালে বাইটড্যান্স যাত্রা শুরু করে ৫ বছর বাদে টিকটকের কল্যাণে উদ্যোক্তা ঝাং ইয়েমিংর বৈশ্বিক উত্থান শুরু হয়।