মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষনা করায় কমিটি থেকে কিছু বিতর্কিত ব্যক্তিদের বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে কালকিনি উপজেলা ও ডাসার থানার ইউনিয়ন আওয়ামীলীগ নেতারা। সোমবার রাত ৮টায় ডাসার থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করা হয়।
জানা যায়, গত ১৮ নভেম্বর সৈয়দ শাখাওয়াত হোসেনকে আহ্বায়ক ও কাজী মাহমুদুল হাসান দোদুলকে সিনিয়র যুগ্নআহ্বায়ক করে উপজেলার ডাসার থানা আওয়ামীলীগের ৫৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি অনুমোদন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা ও সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে। কিন্তু এ নবগঠিত কমিটিতে ত্যাগীদের মুল্যায়ন না করে কয়েকজন জামায়ত-বিএনপির পরিবারের লোক সদস্য পদ দেয়া হয়েছে। এ অভিযোগ এনে ওই সকল বিতর্কিত ব্যক্তিদের কমিটি থেকে বাদ দেয়ার দাবিতে কালকিনি উপজেলা আ.লীগ সহ-সভাপতি হেমায়ত উদ্দিন হিমু কাজী, কালকিনি উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বাদল কাজী, ডাসার ইউনিয়ন আ.লীগ সভাপতি খন্দকার মাসুদ, বালীগ্রাম ইউনিয়ন সভাপতি মতিন মোল্লা ও গোপালপুর ইউনিয়নের সাধারন সম্পাদক দেলোয়ার সরদারের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়।
ডাসার ইউনিয়ন আ.লীগ সভাপতি খন্দকার মাসুদ ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের ডাসার থানা আওয়ামীলীগের কমিটিতে প্রকৃত আওয়ামীলীগের কর্মীদের মুল্যায়ন না করে অনুপ্রবেশকারী, জামাত-বিএনপি পরিবারের লোকদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। এদের বাদ দিতে হবে।’
কালকিনি উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বাদল কাজী বলেন, বিতর্কিত ব্যক্তিদের বাদ করে ত্যাগীদের মুল্যায়ের দাবি জানাই। এ কমিটি সংশোধন করা হোক।
নতুন কমিটিতে ত্যাগীদের মুল্যায়ন না করে জামাত- বিএনপির পরিবারের লোক সদস্য করে কমিটি করা হয়েছে তাদের বাদ দেয়ার জন্য প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে এব্যাপারে মুঠোফোনে নতুন কমিটির আহ্বায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন জানতে চাইলে সে জানায় এ ব্যাপারে আমর কিছু জানা নেই।
মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে বলেন, বিতর্কিত ব্যক্তি যদি কেউ থাকে এবং সেটা প্রমানিত হয় তাহলে আমরা দলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।