মাদারীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর সদর, রাজৈর উপজেলা ও শিবচর উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) “মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে এরই ধারাবাহিকতায় মাদারীপুরের চারটি উপজেলায় মাসব্যাপী গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার খোয়াজপুর-খাসেরহাট সড়কটি সংস্কারের মধ্যে দিয়ে এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন,
রাজৈর উপজেলার কাজের উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) রেজওয়ানা কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।
শিবচর উপজেলায় কাজের উদ্বোধন করেন শিবচর উপজেলা পরিষদের ভ্রারপ্রাপ্ত চেয়াম্যান বিএম আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন।
কালকিনি উপজেলার মজিদবাড়ি (ভূরঘাটা)-শশীকর সড়কের প্রায় দশ কিলোমিটার রাস্তা সংস্কারের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আখতার, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, মিনাল রায় ও সার্ভেয়ার মোঃ ইমতিয়াস হোসাঈন প্রমুখ
“মুজিবর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” মাদারীপুরে এলজিইডির মাসব্যাপি গ্রামীণ সড়ক সংস্কার শুরু
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on