শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জে শত্রæতার জের ধরে ১ মাসের ব্যবধানে একই গ্রামের ১২টি পরিবারের খড়ের পালায় আগুন, খড়ের পালা নিয়ে আতংকে গ্রামবাসী।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার চাঁনপাড়া গ্রামের অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ গভীর রাতে আধাঁরে খড়ের পালাতে আগুন দিয়ে গ্রামের ১২টি সাধারণ পরিবারের লোকজন আতংকে ভুগছেন। গ্রামবাসী বুঝে উঠে পারছে না কে করছে অপরাধমূলক ঘৃনিত কাজ। গ্রামের সাধারণ মানুষ এই অপকর্মের হাত থেকে রক্ষার জন্য গতকাল শিবগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। গতকাল গ্রামে সরেজমিনে গেলে গ্রামের অনেকে বলেন, এভাবে যদি আমাদের গ্রামের খড়ের পালায় প্রতিনিয়তই আগুন দেয় তাহলে কি খাওয়াবে গরু কে এমনিতেই গো খাদ্যের দাম বেশী। যাদের টাকা আছে তারা হয়তো খৈল, ভূষি খাওয়াতে পারবেন। আমরা দিন করি দিন খাই। গরুকে খাওয়া বো কি? এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ মাসের ব্যবধানে যাদের খড়ের পালা আগুনে পুড়ে গেছে তাদের নাম গুলো হচ্ছে ভাসু বিহার চাঁনপাড়া গ্রামের মোঃ রিয়াজ উদ্দিন প্রাং, আনছার আলী প্রাং, আলমগীর হোসেন, আব্দুর ছাত্তার, আমজাদ হোসেন বুলু, সোলেমান আলী, ইকবাল হোসেন, নজরুল ইসলাম সহ আরো অনেক কৃষকের। গ্রামবাসী বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শিবগঞ্জে ১ মাসের ব্যবধানে ১২টি পরিবারের খড়ের পালায় আগুন
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on