Saturday, July 5, 2025
Homeঅপরাধসোনারগাঁও র‌্যাব-১০ অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁও র‌্যাব-১০ অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার।।

র‌্যাব-১০ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকা হতে মঙ্গলাবার রাতে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মোঃ সাইফুল ইসলাম সুজন (২০) ও  মোঃ মহিনউদ্দিন ইমন(২৪) নামে ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

র‌্যাব-১০ এর এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন গোহাট্টা মোরগাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম সুজন, পিতা- মৃত আব্দুর রহমান, সাং- ঠোল্লা কান্দী, থানা- নবী নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া, ২। মোঃ মহিনউদ্দিন ইমন, পিতা- মৃত আবুল কাশেম, সাং- মগধরা, থানা- সন্দীপ, জেলা- চট্টগ্রাম নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি কাভার্ড ভ্যান, ০৩টি মোবাইল ও নগদ ৭৪০/- (সাতশত চল্লিশ) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা ও নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments