মাদারীপুরে সাত শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ শনিবার দিনব্যাপি শিবচরের পাচ্চর শাখার আল- আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর সহযোগিতায় ও কাঁঠালবাড়ী সিনিয়র আালিম মাদ্রাসার উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপিং এর আয়োজন করা হয়েছে। এসময় কাঁঠালবাড়ী সিনিয়র আালিম মাদ্রাসার সাত শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,কাঁঠালবাড়ী সিনিয়র আালিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল্লাহ বেপারী, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের পাঁচ্চর শাখার এজেন্ট স্বত্বাধিকারী মাওলানা আবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।