Tuesday, July 1, 2025
HomeScrollingগোপালগঞ্জের বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর

গোপালগঞ্জের বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার নিশ্চিত করেছেন। আরও ৪০/৫০ জন ভর্তির অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, কান্দি চার্চে (চার্চ অব বাংলাদেশ) সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল শিশু-কিশোরকে খাবার হিসেবে দুপুর ২টার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু-কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

স্বাস্থ্যকেন্দ্র সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

কান্দি ইউনিয়নের ওই চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা বলেন, ‘আমাদের সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। তাদের স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে। এই শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আমাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আজ সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্য খেয়ে এই সমস্যা থেকে তারা অসুস্থ হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments