
মাদারীপুর প্রতিনিধি।।
স্মার্ট বাংলাদেশে স্মার্ট ক্রীড়াঙ্গনে উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরো ৯০ মিনিট খেলায় কোন গোল না হলেও ট্রাইব্রাকারে ৪-৩ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হয়। গতকাল বিকেলে মাদারীপুর আচমত আলী খান স্টুডিয়ামে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি ডা.গোলাম সরোয়ারসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংস্থার খেলোয়ারা।
