Friday, July 4, 2025
HomeScrollingসরকারের কাছে কোন আবেদন করে লাভ হবে না - ওয়ারেছ আলী মামুন

সরকারের কাছে কোন আবেদন করে লাভ হবে না – ওয়ারেছ আলী মামুন

জামালপুর প্রতিনিধি।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, সরকারের কাছে আমরা বিভিন্ন সময় খালেদা জিয়ার মুক্তির জন্য আবেদন-নিবেদন করেছি কিন্তু সরকার আমাদের কথা শুনছেন না। এই সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোন লাভ হবে না। কারন এই সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না। এই সরকার আওয়ামী লীগের দলীয় সরকারে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৯ অক্টোবর) বিকালে শহরের সফিময়িার বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন আরও বলেন, প্রধানমন্ত্রী আমেরিকা থেকে ফেরত এসে সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ক্ষিপ্ত হয়ে বলেছেন কেন এত কথা? বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকবো। ওনি (প্রধানমন্ত্রী) চাইলেই চালাতে পারেন, মন চাইলেই বন্ধ করতে পারেন।

তিনি আরও বলেন, ওনার (প্রধানমন্ত্রী) নেতৃত্বেই ১৫ বছর লুটপাট হয়েছে। বিদেশ টাকা পাচার করা হয়েছে আমরা এটা বলতে পারবো না। ওনার নেতৃত্বে গণতন্ত্র হত্যা করা হয়েছে, স্বৈরাচার কায়েম করা হয়েছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রশাসন দিয়ে রাতের বেলায় সিল মেরে সরকারে বসানো হয়েছে এটা বলা যাবে না। ওনার দলের লোকজন অপকর্ম করবে এটা বলা যাবে না, বললে ওনি বিদ্যুৎ বন্ধ করে দিবেন, গ্যাস বন্ধ করে দিবেন সবকিছু বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকবে। সবকিছু বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকলে আপনার এবং আপনার দলের লোকজনের কোন সমস্যা হবে না। কিন্তু বাংলাদেশের খেটে-খাওয়া সাধারণ মানুষ তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। তিনি নেতাকর্মীদের আগামীদিনে মামলা-হামলা মাথায় নিয়ে সরকারের পতনের আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, তথ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নবাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments