মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর জেলার মাদারীপুর সদর ও রাজৈর উপজেলাধীন ইউনিয়নসমূহের ওয়েবপোর্টাল হালনাগাদ,বাজেট ব্যবস্থপনা, ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে চেয়ারম্যান, ইউপি সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মাদারীপুর সদর উপজেলা হল রুমে দিন ব্যাপী এ বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার উপ পরিচালক (উপ-সচিব) মো. নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, জনগনের সকল সুবিধা এক ক্লিকে পেতে পারে তার জন্য আমাদের ওয়েবপোর্টাল, ডিজিটাল বাংলাদেশে সকল সুবিধা জনগণ পাবে ইন্টারনেটের মাধ্যমে আর সেটা নিশ্চিত করতে এই বিশেষ প্রশিক্ষণ।
এসময় তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব সঠিক ভাবে পালন না করলে তাদের বিরুদ্ধে কঠোর হতে পিছপা হবো না।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর (ভূমি) সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সদর, মো জাহিদুল ইসলাম মনির, মো আসাদুজ্জামান খানসহ রাজৈর ও মাদারীপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগন।
LN24BD