মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মাদকসহ জামাল হাওলাদার (৫০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ রবিবার (৬ আগস্ট)দুপুরে মাদারীপুর সদর উপজেলার বাঘেরপাড় এলাকার সেন্টুর চায়ের দোকানের সামনে থেকে ২শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ জামালকে আটক করা হয়। জামাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়রিয়ার বড়চর গ্রামের আমজেদ হাওলাদারের ছেলে।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মাদারীপুর সদর থানাধীন বাঘেরপাড় এলাকার সেন্টুর চায়ের দোকানের সামনের রাস্তা থেকে ২শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ জামালকে আটক করা হয় উক্ত ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনুল ইসলামকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে । উক্ত ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
LN24BD