Tuesday, July 1, 2025
HomeScrollingজামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের বকশীগঞ্জে একটি কাভার্ড ভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষে শামীম মিয়া (১৬) নামে এক কিশোর মারা গেছে। এসময় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বকশীগঞ্জ শহর থেকে একটি কাভার্ড ভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই শামীম মিয়া নামে এক কিশোর মারা যায়। এসময় আহত হয় রাকিবুল ইসলাম (২৩) নামে আরও যুবক। শামীম মিয়া পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধাপাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে ও আহত রাকিবুলের বাড়ি পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকায়। সে মৃধা পাড়া গ্রামের সাফিজল হকের ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments