বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় দিনাজপুর জেলা কারাগারে
বন্দীরা স্মরণ করলো বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা
শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিবসহ ১৯৭৫ সালে ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের। এই প্রথম
এই কারাগারে সকল পুরুষ ও মহিলা বন্দীরা অকৃত্রিম ভালোবাসা ও গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন। আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণের
মধ্য দিয়ে বন্দীরা এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন
দিনাজপুর কারাগারে জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন, জেলার মোঃ ফরিদুর রহমান
রুবেল, ডেপুটি জেলার আতিকুর রহমান, সুবেদার আতাউর রহমান কারাবন্দীদের মধ্যে বক্তব্য
রাখেন বাবু বিশ্বজিৎ ঘোষ কুমার (কাঞ্চন) (সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ সদর
উপজেলা শাখা), শফিকুর রায়হান (দিনাজপুর জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান), মোস্তাকিম
সরকার (সম্পাদক, মুক্তি নিউজ ২৪.কম), মোঃ জুয়েল ইসলাম (যুবক্রিড়া সম্পাদক, যুবলীগ
দিনাজপুর সদর উপজেলা), মানিক চন্দ্র দাস (পার্বতীপুর বাউল শিল্পী) প্রমুখ। আলোচনা সভা
শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে ঘাতকদের গুলিতে নিহতসহ সকল মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া
মাহফিল করা হয়। বন্দীদের মাঝে তোবারক বিতরন করা হয়। কারা অভ্যন্তরে ৩টি ফলজ বনজ চারা
গাছ রোপন করা হয়। জেল সুপার মোকাম্মেল হোসেন এব্যাপারে বলেন, জেলা কারাগারের
আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে শাহাদাত
বার্ষিকীতে কারাবন্দীরা আগ্রহের সাথে অংশগ্রহন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার
অনন্য দৃষ্টান্ত দেখালো। বন্দীরা আলোচনা সভায় বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে
আমরা বন্দী হয়েও এতো শান্তিতে থাকতে পারতাম না। আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী
এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। তাই বন্দী হয়েও আমরা আজ আইনের প্রতি
শ্রদ্ধাশীল। ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশী। আর এ সবেই অর্জিত হয়েছে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানে জন্য। বঙ্গবন্ধু নেই কিন্তু বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে বন্দীরাও
আগ্রহী। জেলার বলেন, ১ হাজার ৬২ জন বন্দী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫ জন পুরুষ ও ৪৭ জন
মহিলা রয়েছে। এছাড়াও সকাল ৯ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান জেল সুপার মোকাম্মেল হোসেন ও জেলার ফরিদুর রহমান
রুবেলসহ কারা কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর কারগারে প্যারেড গ্রাউন্ডে শিশু কিশোরদের
চিত্রাংক পুরস্কার বিতরণ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ করেন জেল সুপার মোঃ
মোকাম্মেল হোসেন।
বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাফ্লুত দিনাজপুর কারাবন্দীরা
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on