২২ জুন চিত্রনায়ক সাইমন সাদিক নিজের ফেসবুক পেইজে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে তিনি ভক্তদের অনুরোধ করেন সাবস্ক্রাইব করতে। লিংকে ঢুকে দেখা গেল মাত্র একটি ভিডিও। একটি বিজ্ঞাপনের ভিডিও। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেখানে সাবস্ক্রাইবার মাত্র ১০৭টি।
দেশ রূপান্তরকে সাইমন সাদিক বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছি, ইউটিউব চ্যানেল খুলব। অনেক আর্টিস্টেরই ইউটিউব চ্যানেল রয়েছে। তো চ্যানেল করব করব ভাবলেও করা হয়ে ওঠেনি এত দিন। এবার হঠাৎ করেই চ্যানেল খুলে ফেললাম। বিশেষ কোনো কারণ নেই। আর চ্যানেল খোলার পর সবাইকে জানিয়েছি কয়েক মিনিট আগে। এর মধ্যেই শতাধিক সাবস্ক্রাইবার পেয়ে গেছি। কাউকে জানানোর আগেই সাবস্ক্রাইবার বাড়ার বিষয়টা দেখে ভালো লাগছে।’
কী ধরনের কনটেন্ট ইউটিউবে প্রকাশিত হবে জানতে চাইলে সাইমন বলেন, ‘নানা ধরনের কনটেন্টই ইউটিউবে ছাড়ব। সবই মৌলিক কনটেন্টই থাকবে। আমার কিছু ভ্রমণের ভিডিও আছে, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন থাকবে, আমার সামাজিক কর্মকাণ্ডের কনটেন্টও থাকবে। সেই সঙ্গে কিছু মৌলিক কনটেন্ট তৈরিও করব।’
এদিকে সাইমনের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সেগুলোর খবর জানতে চাইলে সাইমন বলেন, ‘লকডাউনের কারণে অনেক কাজ বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিয়মিত কাজ শুরু হবে।’