Thursday, July 3, 2025
HomeScrollingপ্রস্তাবিত বাজেট বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী: ওবায়দুল কাদের

প্রস্তাবিত বাজেট বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী: ওবায়দুল কাদের

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে তিনি বাজেট প্রসঙ্গে এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ এটি একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।

এর আগে, এদিন বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার একটি বুদ্ধিদিপ্ত ও সম্প্রসারণশীল আর্থিক নীতি গ্রহণ করেছে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে।

সন্ধ্যায় বাজেট প্রস্তাবনাকে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করে বাংলাদেশ আওয়ামী লীগ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments