মাসুদুর রহমানঃ
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয় নাই। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে আজ নতুন করে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ২৬-এ রয়েছে। তবে আইইডিসিআর এর ওয়েবসাইটে মাদারীপুর জেলায় করোনা ভাইরাস শনাক্ত সংখ্যা ২৭ প্রদর্শন করছে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষ হয়নি। এ পর্যন্ত মোট ১৬২৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৪২৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছে।
তিনি আরও জানান, শিবচরে চিকিৎসক ও তার সন্তান হোম আইসোলেশনে রয়েছন। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ৩৩৮ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ২৭৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন শনাক্ত না থাকায় মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা পূর্বের ২৬ জনই রয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ৩ জন এবং কালকিনি ১ জন।
আইইডিসিআর এর ওয়েবসাইটে মাদারীপুর জেলায় করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ২৭ জন প্রদর্শনের বিষয়ে তিনি জানান, আমাদের কাছে নতুন একজন শনাক্তের কোন তথ্য নেই। তবে আমরা আইইডিসিআর এর সাথে যোগাযোগ করেছি, তারা এখনও আমাদের এ বিষয়ে তথ্য প্রদান করেন নাই।

উল্লেখ্য, মাদারীপুর শহরের কুলপদ্দি গ্রামের পৈত্রিক বাড়ি একজন দীর্ঘদিন যাবৎ খুলনা জেলায় বসবাস করে আসছিলেন এবং সেখানেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তাকে ২১ এপ্রিল (মঙ্গলবার) রাতে মাদারীপুর শহরের মিলগেট পৌর কবরস্থানে দাফন করা হয়।
আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।
মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ
মাদারীপুর বৃহস্পতিবার জেলার সর্বশেষ ২৪ ঘন্টার করোনা আপডেট
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on