Thursday, July 3, 2025
HomeScrollingহৃদির পরিচালনায় ফেরদৌস

হৃদির পরিচালনায় ফেরদৌস

ফেরদৌস ও হৃদি

সরকারি অনুদানে টিভিপর্দার অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক তৈরি করছেন নিজের প্রথম ছবি ‘১৯৭১ সেইসব দিন’। এতে যুক্ত হয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ।

ইতিমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক ‘১৯৭১ সেইসব দিন’-এর জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেতা।

গত ২০ মে থেকে ফেরদৌস রাজধানীর পুরান ঢাকায় এ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন। ২৫ মে পর্যন্ত চলবে দৃশ্যায়ন। এর আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হলেও ছিলেন না ফেরদৌস।

সিনেমাটিতে ফেরদৌস অভিনয় করছেন সঞ্জু চরিত্রে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এর আগেও আমি সরকারি অনুদানে কিংবা অনুদানের বাইরেও মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাটি আমার করা মুক্তিযুদ্ধের গল্পের সিনেমার মধ্যে অন্যতম ভালো সিনেমা। নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের গল্প উঠে এসেছে এ সিনেমায়।”

“আমি যতদূর জানি হৃদি তার বাবা-মা এবং আশপাশের অনেকের কাছ থেকে গল্প শুনে এবং সেসব গল্পের সত্যতা যাচাই করেই এ সিনেমাটির গল্প লিখেছেন। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে হৃদি মুক্তিযুদ্ধের আবহ তৈরি করতে কোনো ফুটেজের ওপর নির্ভর করছেন না। যে দৃশ্যের জন্য যা প্রয়োজন তাই করা হচ্ছে। সবচেয়ে বড় কথা সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনোরকম তাড়াহুড়াও করছেন না হৃদি।”

ছবিটিতে আরও অভিনয় করছেন দীপ, মৌসুমী হামিদ ও অর্ষা।

পরিচালনার পাশাপাশি ‘১৯৭১ সেইসব দিন’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন হৃদি হক।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments