Saturday, July 5, 2025
HomeScrollingআলজাজিরার বিরুদ্ধে মামলা করবো: পররাষ্ট্রমন্ত্রী

আলজাজিরার বিরুদ্ধে মামলা করবো: পররাষ্ট্রমন্ত্রী

‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে প্রতিবেদন প্রচার করায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকার আলজাজিরার সম্প্রচার বন্ধ ও মামলা করার কথা ভাবছে কিনা- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখবো। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরবো। আর আমরা মামলা করবো। আমরা সেটার জন্য কাজ করছি।’

তিনি বলেন, ‘এই যে আলজাজিরায় যেটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতাকর্মী।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার চারপাশে উপস্থিত লোকজনকে ইঙ্গিত করে বলেন, ‘এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।’

‘কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার (শেখ হাসিনার) বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আলজাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে’ যোগ করেন তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments