Friday, April 26, 2024
Homeখেলাধুলামোস্তাফিজের সঙ্গে নিজের রসায়নটাও বেশ ভালো শরিফুল

মোস্তাফিজের সঙ্গে নিজের রসায়নটাও বেশ ভালো শরিফুল

অনলাইন ডেস্ক।।

সাদা বলে বাংলাদেশের পেস বোলিংয়ের প্রধান অস্ত্র মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে সফরে চোট যাকে বেশ ভোগাচ্ছে। ওয়ানডে সিরিজে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছিলেন। প্রথম টি-টোয়েন্টির খেললেও দ্বিতীয় ম্যাচে দল তার সার্ভিস পায়নি। রবিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কাটার মাস্টার খেলবেন কি-না সেটি নিয়েও রয়েছে সংশয়। তবে মোস্তাফিজ যদি নাই খেলতে পারেন, তার অভাবটা বুঝতে দিতে চান না​ তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

শনিবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় শরিফুল বলছিলেন, ‘মোস্তাফিজ ভাই এখন একটু ইনজুরড। উনি না থাকাতে টিমে একটু প্রেশার আছে। সেটা আমি চেষ্টা করছি যাতে না থাকে।’

মোস্তাফিজের সঙ্গে নিজের রসায়নটাও বেশ ভালো বলে জানালেন শরিফুল। মোস্তাফিজ তার কাছে কোচের মতো, ‘যদি কোনো বাজে বল করি, মোস্তাফিজ ভাই আমাকে অনুশীলনে বা ম্যাচের পর সেটা নিয়ে বলেন। অনুশীলনে কোনো ভুল হলে উনি অনেকটা কোচের মতোই শিখিয়ে দেন।’

একমাত্র টেস্টে জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে প্রথমটি জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা। সিরিজে তাই ১-১ সমতা।

রবিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। যে ম্যাচ নিয়ে শরিফুল বলছিলেন, ‘ইনশা আল্লাহ কালকে যেহেতু আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। কালকে যদি ব্যাটসম্যান, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সহজেই জিততে পারব বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন থেকে আমরা পজিটিভ আছি যে জিতব। জেতার মনোভাব নিয়েই নামব।’

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments