এখন ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক ক্যাটরিনার। দুই তারকা স্বীকার না করলেও কয়েক দিন সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর হাটে হাড়ি ভেঙে দেন।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অনেকে বলছেন, ক্যাটরিনাকে নিয়ে ভিকি স্বপ্ন দেখছেন অনেক দিন ধরে।
পুরোনো সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড উপস্থাপনা করছেন ভিকি। ক্যাটরিনা মঞ্চে পুরস্কার দেওয়ার জন্য উপস্থিত। দর্শকাসনে বসে রয়েছেন সালমান খান। সেখানে ভিকি বলছেন, “ক্যাটরিনা তুমি কেন ভিকি কৌশলের মতো সুন্দর একজনকে খুঁজে তাকে বিয়ে করছ না?” আরও বলেন, “বিয়ের মরসুম চলছে। আমি ভাবলাম, তোমাকে জিজ্ঞেস করি।”
ক্যাটরিনা অবাক হয়ে বলেন “কী?” তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সালমানের ছবির গান ‘মুঝসে শাদি করোগি…।’
মজা করে বলা ভিকির কথা শুনে হেসেছিল দর্শকাসনে উপস্থিত সবাই। এমনকি সালমানও। কিন্তু ভিকির সেই প্রস্তাব বাস্তবে যে সত্যিই ক্যাটরিনা গ্রহণ করবেন কোনোদিন, তা অতীতে কেউ জানতেন না।
ক্যাটরিনা-ভিকি যে সম্পর্কে রয়েছেন, তার ইঙ্গিত তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে। সম্প্রতি তারা করোনায় আক্রান্ত হন। এখন অবশ্য সুস্থ।
ক্যাটরিনার পরের ছবি অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’। তার প্রচারে করণ জোহরও ক্যাটরিনাকে ভিকির নাম নিয়ে খোঁচা দেন। ফলে তাদের সম্পর্ক যে সহকর্মীর থেকে কিছুটা বেশি, তা আন্দাজ করে নিতে খুব একটা সমস্যা হয় না।
Leave a Reply