Friday, April 26, 2024
HomeScrollingদিনাজপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবসের র‍্যালী ও...

দিনাজপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বিশ্ব বসতি দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নূর ইসলাম নয়ন।। 

“বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি- সবার জন্য টেকসই নগর গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ৩ অক্টোবর সোমবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক কাযার্লয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বণার্ঢ্য র্যালীর উদ্বোধন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাযার্লয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী মোঃ কুতুব-আল-হোসাইন। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বারিউল করিম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আসলাম উদ্দিন, দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের নিবার্হী প্রকৌশলী মোঃ মইনুল হক মোতাইদ। গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ নাফিস চৌধুরী’র স ালনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পৌরসভার নিবার্হী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, জেলা সমাজসেবা কাযার্লয়ের সহকারী পরিচালক মোঃ মনির হোসেন, রিহাব ডেভেলপমেন্ট এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, হিসাব সহকারী মোঃ নুরে আলম শান্ত প্রমুখ। এসময় সংবাদকর্মীরা, দিনাজপুর গণপূর্ত সার্কেল, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। উল্লেখ্য, বিশ্বজুড়ে সব মানুষের নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতের জন্য সচেতনতা বাড়াতে ১৯৮৬ সালে থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments