জামালপুর সংবাদদাতা।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার অভিযোগে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। বুধবার সকালে শহরের দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন মোশারফ, রাকিবুল ইসলাম বিপুল, তুষার মাহমুদ উজ্জল, ইব্রাহিম খলিল হীরা, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল প্রমুখ। বক্তারা ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply