মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।
জামালপুরের মাদারগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী নারী। বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে সাবেক স্ত্রী জান্নাত হাছান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাত হাসান জানান, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাতারপাড়া এলাকার শহিদুল্লাহ বেপারির ছেলে শরিফ বেপারীর সাথে গত ২০১৯ সালের ১৯ অক্টোবরে ইসলামী শরিয়াহ মোতাবেক তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের শুরু থেকেই সংসার জীবনে চলে পারিবারিক কলহ। স্বামী-স্ত্রী’র সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সংসারে অশান্তি’র ফলে প্রায় বছর খানেক আগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রাম এলাকার সবুজ রিয়াদ (২৩) এর সাথে ফেসবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বামী শরিফ বেপারী কে গত ২০২২ সালের ১৫ ডিসেম্বর তারিখে কোর্টের মাধ্যমে গোপনে তালাক দেই।পরে এ বছরের ১৯ মার্চ জামালপুর কোর্টে গিয়ে মাদারগঞ্জের সবুজ রিয়াদকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে আসতেছি। কিন্তু আমাকে ও আমার বর্তমান স্বামী এবং তার পরিবারকে হয়নারী করার জন্য আমার সাবেক স্বামী শরিফ বেপারি লক্ষিপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন আমি চলে আসার পর ৪ ভরি গহনা ও নগদ ৪ লক্ষ টাকা নিয়ে চলে আসি। কিন্তু আমি শরিফ বেপারীর বাড়ি থেকে চলে আসার সময় আমার নিজের ২/১ টি পোষাক ছাড়া কোন কিছুই নিয়ে আসিনি। তাই হয়রানীমূলক মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সু – বিচার কামনা করছি।
এমএইচএম/LN24BD
Leave a Reply