Thursday, April 25, 2024
HomeScrollingজলপাইগুড়িতে শতাধিক শিশু হাসপাতালে

জলপাইগুড়িতে শতাধিক শিশু হাসপাতালে

অনলাইন ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে ক্রমেই বাড়ছে অজানা জ্বরের প্রকোপ। ইতোমধ্যে জ্বর নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক শিশু।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জ্বরের সঙ্গে আক্রান্তের শরীরে দেখা দিয়েছে পেট খারাপ, খিঁচুনির মতো আরও নানা উপসর্গ।

করোনার তৃতীয় ঢেউতে শিশুরা প্রভাবিত হবে বলে প্রথম থেকেই আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের।

এই পরিস্থিতিতে এত সংখ্যক শিশু অজানা জ্বরে আক্রান্ত হওয়ার কারণে খুঁজছেন চিকিৎসকরা।

এ ঘটনায় বিবৃতি দিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে গড়ে ভর্তি হচ্ছিল ৫০ থেকে ৬০ জন শিশু।

তবে গত ৪ থেকে ৫ দিনে সংখ্যাটা একলাফে অনেকটা বেড়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে ১২০-১৪০ রোগী।

মূলত ১ থেকে ৪ বছর বয়সীরাই ভর্তি হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে থেকে মাত্র একজন করোনা আক্রান্ত। বাকি সবারই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্ত শিশুকে রাখা হয়েছে আইসোলেশনে। অন্যদিকে ম্যালেরিয়া, ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছে শিশুদের।

এমন পরিস্থিতিতে রোগীর ভিড় সামলাতে হাসপাতালে বাড়ানো হয়েছে ৪৫টি শয্যা।

এদিকে আক্রান্ত শিশুদের শরীরের তাপমাত্রা মাঝে মাঝে ১০৪-১০৫ ডিগ্রি উঠে যাচ্ছে। ওষুধ দুই ঘণ্টার বেশি কাজে দিচ্ছে না। জ্বরের সঙ্গে ছড়াচ্ছে পেটের অসুখ।

স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করছে জেলা স্বাস্থ্য দপ্তর। রক্ত এবং মলের নমুনা পরীক্ষার জন্য কলকাতা পাঠানোর চিন্তা-ভাবনা চলছে। কোনো নির্দিষ্ট এলাকায় এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments