মাদারীপুর সংবাদদাতা।।
করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার মেশানো পানি ছিটালো কালকিনি উপজেলা প্রশাসন। সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয় এই কার্যক্রম। পরে উপজেলার বিভিন্ন স্পটে ব্লিচিং পাউডার মেশানো এই পানি ছিটানো হয়। এর মধ্যে হাসপাতাল, ফুটপাট, হাটবাজার ও মার্কেটকে গুরুত্ব দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা মোতাবেক ব্লিচিং পাউডারের সাথে পানি মিশিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে দেয়া হচ্ছে। করোনা প্রতিরোধে যা নিয়মিত চলমান থাকবে। এ দিকে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে মাদারীপুর শহর, সদর উপজেলা, শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলার সকল ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে মাদারীপুরের সাথে আশপাশের জেলা ও উপজেলার বাস চলাচল বন্ধ রয়েছে।
মাদারীপুর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান শুক্রবার সকাল থেকে চর্তুথ দিনের মত বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কোন মানুষকেই ঘর থেকে বের হতে দেখা যায়নি। বন্ধ রয়েছে শহরের সকল প্রাইভেট হাসপাতাল। জেলা পুলিশের একাধিক টিমকে রাস্তায় টহল দিতে দেখা গেছে। মাদারীপুরের সাথে আশপাশের জেলা ও উপজেলার সকল বাস চলাচল বন্ধ রয়েছে।
Leave a Reply