Sunday, April 28, 2024
HomeScrollingআয় বাড়লেও ফেইসবুকের সামনে কঠিন দিন

আয় বাড়লেও ফেইসবুকের সামনে কঠিন দিন

বিজ্ঞাপন থেকে আয় বাড়লেও দুশ্চিন্তা বাড়ছে ফেইসবুকের। এ বছর মহামারির কারণে সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ায় আয় বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির। তবে পরের বছরে কঠিন দেখছে কোম্পানিটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) ফেইসবুকের রাজস্ব ২২ শতাংশ বেড়ে ২ হাজার ১৪৭ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

তবে এ সময় ফেইসবুকের রাজস্ব সর্বোচ্চ ১২ শতাংশ রাজস্ব হবে বলে বাজার বিশ্লেষণকারীরা ধারণা করেছিলেন। তবে সেই পূর্বাভাস থেকে আরও বেশি আয় করেছে সামাজিক মাধ্যমটি।

ফেইসবুক কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে তারা অনেকটা অনিশ্চয়তা দেখছে।  অ্যাপলের প্ল্যাটফর্মে প্রাইভেসি পরিবর্তন ও মহামারি পরবর্তী সময়ে অনলাইন কমার্স বেড়ে যাওয়া ফেইসবুকের আয়ের জন্য হুমকি নিয়ে এসেছে।

অনলাইন কমার্সের বৃদ্ধিতে বিজ্ঞাপনও বেড়েছে তবে এ চল বদলে গেলে ২০২১ সালে তাদের আয়ের ওপর প্রভাব পড়বে বলে সামাজিক মাধ্যমটি আশঙ্কা করছে।

ফেইসবুকের এ বছরের তৃতীয় প্রান্তিকের মূল আয় এসেছে বিজ্ঞাপন থেকে। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ১ হাজার ৭৬৫ কোটি মার্কিন ডলার। পরের তিন মাসে সেটি বেড়েছে ২২ শতাংশ।

জুলাই মাসে ফেইসবুক থেকে বড় বড় অনেক ব্র্যান্ড বিজ্ঞাপন বয়কট করলেও তাতে খুব একটা প্রভাব পড়েনি। মূলত কোম্পানিটির মূল আয় আসে ছোট বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments