Sunday, April 28, 2024
HomeScrollingনবাবপুর ও সিদ্দিক বাজারে নকল বৈদ্যুতিক কেবল তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫লক্ষ...

নবাবপুর ও সিদ্দিক বাজারে নকল বৈদ্যুতিক কেবল তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতে ৫৫লক্ষ টাকা জরমিানা ৬ মাস সাজা

রাজধানীর নবাবপুর ও সিদ্দিক বাজার এলাকায় র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ৫৫,০০,০০০/- টাকা জরিমানা এবং ০৮ জনকে ০৬ মাস মেয়াদে সাজা\

প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৮/০৮/২০২০ তারিখ ১৫.৩০ ঘটিকা হইতে ২৩.২০ ঘটিকা পর্যন্ত ঢাকার বংশাল থানাধীন নবাবপুর ও সিদ্দিক বাজার এলাকায় নকল বৈদ্যুতিক কেবল এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি ও বিক্রির জন্য র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারোয়ার আলম এর পরিচালনায় এবং র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান পিএসসি এর নেতৃত্বে ০৭ (সাতটি) ভ্রামমান আদালত পরিচালনা করা হয় ।
উক্ত আধালত কতৃক ০৭ টি প্রতিষ্ঠানের পাঁচটিকে মোট নগদ ৫৫,০০,০০০/- টাকা জরিমানা এবং দুটি প্রতিষ্ঠানের ০৮ জনকে ০৬(ছয়) মাসের কারাদন্ড দেওয়া হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানের নাম ও জরিমানার পরিমাণ :-
ক্র: নং প্রতিষ্ঠানের নাম জরিমানার পরিমাণ(টাকা) ক্র: নং প্রতিষ্ঠানের নাম জরিমানার পরিমাণ(টাকা)
১। টেকনোটেক গোডাউন ১২,০০,০০০ ২। জেআরট্রেড ইন্টারন্যাশনাল ২৫,০০,০০০
৩। সাকসেস লাইট হাউজ ১০,০০,০০০ ৪। সরদার ইলেক্ট্রনিক্স ৩,০০,০০০
৫। গ্রেড লাইটিং লেকট্রনিক্স ৫,০০,০০০

কারাদন্ড প্রাপ্ত প্রতিষ্ঠানের নামঃ-
৬। বিএইচবি ক্যাবল ইন্ডাইন্ডাস্টিস লিঃ এর ০৪ জনকে ০৬ মাস জেল
৭। বিআরবি কেবল ইন্ডাইন্ডাস্টিস লিঃ এর ০৪ জনকে ০৬ মাস জেল

কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীকারাগার কেরাণীগঞ্জে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments