Saturday, May 4, 2024
Homeআইন-আদালতপুরান বাজার এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্টে জরিমান ও মাস্ক বিতরণ

পুরান বাজার এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্টে জরিমান ও মাস্ক বিতরণ

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর।।

মাদারীপুর জেলার পুরান বাজরে স্বাস্থ্যবিধিনা মেনে দোকানে ক্রয় বিক্রয় না করা, মস্ক পরিধান না করায় এবং সন্ধ্যা সাতটার পরে দোকানপাট খোলা রাখায় সোমবার সন্ধ্যায়  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন তেরজনকে মোবাইল কোর্টের মাধ্যমে একুশ হাজার টাকা জরিমানা করা হয়েছেে এবং জগনগনকে সচেতন করা সহ জেলা প্রশসাণের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন জানান, মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন স্যারের নির্দেশনায় আজ মাদারীপুরের পুরান বাজার এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে দোকানে ক্রয় বিক্রয় করায়, মাস্ক পরিধান না করায় এবং সন্ধ্যা সাতটার পরে দোকানপাট খোলা রাখার জন্য মোট নয়টি মামলায় ১৩ জনকে ২১ হাজার একশত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

একইসাথে জনগনকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরিধান করা ও স্বাস্থবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়া যাদের মাস্ক ছিল না তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments