Monday, May 6, 2024
HomeScrollingকরোনাকে পাত্তা না দেয়া ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

করোনাকে পাত্তা না দেয়া ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। প্রেসিডেন্ট অসুস্থ বোধ করছেন, তার গায়ের তাপমাত্রা অনেক বেশি, তার করোনার নমুনা নেয়া হয়েছে- প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এমন তথ্য জানানোর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (৭ জুলাই) জানা গেল, তিনি করোনাভাইরাস পজেটিভ।

বলসোনারো নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, গত রোববার থেকেই অসুস্থ বোধ করছিলেন।

 

প্রেসিডেন্ট বলসোনারো শুরু থেকেই করোনা মহামারি নিয়ে ঠাট্টা মশকরা করে আসছিলেন। তার বেপরোয়া আচরণ ও অবহেলার কারণেই ব্রাজিলে এখন মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, তিনি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইন এবং পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিন সেবন করছেন। ম্যালেরিয়ার এ ওষুধ কভিড-১৯ দ্রুত উপশমে কার্যকর বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো গবেষণাতেই জীবনরক্ষাকারী ওষুধ হিসেবে এটি প্রমাণিত হয়নি।

ডানপন্থি দলের নেতা বলসোনারো (৬৫) করোনাভাইরাসকে বরাবরই সামান্য ফ্লু বলে বর্ণনা করে আসছেন। তিনি এও দাবি করেন যে, যৌবনকালে তিনি অ্যাথলেট ছিলেন। এমন ফিট শরীরে অসম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এই রোগ তার কিছুই করতে পারবে না। এমনকি চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে তিনি তার দলীয় সমর্থকদের র‌্যালিতে অংশ নিয়েছেন, বাইরে বেরিয়েছেন মাস্ক ছাড়াই।

গত রোববারও (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রী তার ও বোলসোনারোর একটি ছবি পোস্ট করেন। যাতে দেখা যায়, মার্কিন দূতাবাসে অন্যদের সঙ্গে মিলিত হয়ে তারা আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করছেন। এবং বলাই বাহুল্য সে সময় তাদের কার মুখেই মাস্ক ছিল না।

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে এই দক্ষিণ আমেরিকার এ দেশ। করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৮৩ জন। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments