Tuesday, July 8, 2025
HomeScrollingপলাশবাড়ীর আঞ্চলিক শ্রম কল্যাণ বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীর আঞ্চলিক শ্রম কল্যাণ বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ (রেজিঃ নংঃ ব-৩৪) অন্তর্ভুক্ত পলাশবাড়ীর কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি বাতিলের প্রতিবাদে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি আয়োজিত সোমবার (৭ই জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ প্রেস ক্লব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অত্র উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে পাঠ করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন,গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদ কর্তৃক কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি গঠনের লক্ষ্যে গত ২০২২ সালে ২৬ জন শ্রমিককে ভর্তি করে নেয়। পরবর্তীতে ওই শ্রমিকদের নিকট হতে ভর্তির ফরম পূরণ বাবদ ২শ’ টাকা এবং কার্ড প্রদান বাবদ ৩ হাজার টাকা নেয় অত্র সংগঠনের প্রধান কার্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক। এরই প্রেক্ষিতে গত ২৭/০৫/২০২২খ্রি. তারিখে ২৬ জন শ্রমিকের মধ্য হতে মো. শামছুল হককে সভাপতি এবং মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি গঠন করা হয়। ওই কমিটি গঠনের নামে উপ-কমিটির ২৬ জন শ্রমিকের নিকট হতে কমিটি গঠন খরচ বাবদ ৭ হাজার করে মোট ১ লাখ ৮২ হাজার টাকা নেও
য়া হয়।

এরই ধারাবাহিকতায় কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটিকে কোন প্রকার নোটিশ ছাড়াই গোপনে বিপুল অর্থের বিনিময়ে ওই এলাকার ৮১ জন অশ্রমিককে অত্র উপ-কমিটির কার্ড প্রদান করেন প্রধান কার্যালয়। যাহা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী ও বৈআইনী। উপ-কমিটিকে না জানিয়ে সদস্য পদ এবং কার্ড প্রদান করা সম্পূর্ণ অবৈধ।
কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নিয়মনীতি মেনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে উপ-কমিটির কার্যক্রম চলতে থাকে। সম্প্রতি প্রধান কার্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বৈধ কার্যক্রমকে অবৈধ ভাবে বাঁধা প্রদান করে মিথ্যা নীল নকশা সাজিয়ে পরপর তিনবার নোটিশ প্রদানের নাটকীয়তা করে। এরপর গত ১৪/০৬/২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটির বৈধ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। এদিকে,উক্ত উপ-কমিটিকে না জানিয়ে গোপন ভর্তিকৃত ৮১ জন অশ্রমিকদের সমন্বয়ে গত ৩০/০৬/২০২৫খ্রি. তারিখে প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটির ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহবায়ক কমিটি গঠন ঘোষনা দেন।

বর্তমানে অশ্রমিক দ্বারা গঠিত ওই অবৈধ কমিটি কাশিয়াবাড়ীতে তাদের অনুসারীদের সাথে নিয়ে জোর জবরদস্তি পূর্বক চাঁদা উত্তোলন করে আসছে। এতে পূর্বের বৈধ কমিটির সাধারণ শ্রমিকরা বাঁধা প্রদান করতে গেলে তাদেরকে সন্ত্রাসী কায়দায় হুমকি-ধামকি প্রদান করা হচ্ছে। এমতাবস্থায় সংগঠনের নামে চালান বহির মাধ্যমে চাঁদা আদায় বন্ধ এবং নতুন আহবায়ক কমিটি বাতিল সহ স্থানীয় প্রশাসনের জরুরী হস্তপেক্ষ কামনা করছি।

সংবাদ সম্মেলনে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটির সভাপতি শামছুল হক,
সহ-সভাপতি ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ হাসিনুর রহমান,সদস্য আঃ রাজ্জাক,আবু হোসেন, জয়নাল আবেদীন,আতোয়ার রহমান,নজরুল ইসলাম,লুৎফর রহমান,জসিম উদ্দিন,বেলাল হোসেন,মোজাফ্ফর হোসেন, ফজর উদ্দিন,সুলতান মিয়া ও লিটন মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments