Tuesday, May 7, 2024
HomeScrollingফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, গুলিতে ৩ ডাকাত নিহত

ফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, গুলিতে ৩ ডাকাত নিহত

ফেনীর দাগনভূঞায় ডাকাতির সময় আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরী মনু আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে।

জানা যায়, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদার্সের দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেয়। লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, পুলিশ ঘটনাস্থলের পাশে নেশপ্রহরী মান্নানের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষনিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত ৪ জনকে আটক করে।

তিনি আরও জানান, সে সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলি বিনিময় করে। এতে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের আরও একজনের অবস্থা সংকটজনক ছিল। পরে হাসপাতালে সেও মারা যায়।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments