Sunday, May 5, 2024
HomeScrollingকরোনা থেকে বাঁচতে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদের সদস্য, একজন সংসদ সদস্য এবং অনেক প্রবাসী বাংলাদেশিসহ বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন উল্লেখ করে, এ মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকলকে যথাযথভাবে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জুন) তার সরকারি বাসভবন গণভবন থেকে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস বাংলাদেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারপরও আমরা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এর গতি বজায় রাখার চেষ্টা করছি।’

করোনায় মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য ও এমপিসহ দেশে এবং বিদেশে অনেক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অনেক মানুষকে হারিয়েছি।’

এ মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

‘এটি শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সমস্যা। সুতরাং, আমরা এর থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই,’ যোগ করেন তিনি।

রোববার সকালে এনইসি’র সম্মেলন কক্ষে শুরু হওয়া বিদায়ী অর্থবছরের ২৪তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments