Saturday, July 12, 2025
HomeScrollingপ্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিল বাংলাদেশ। সেন্ট কিটসে রঙিন পোশাকের এ ম্যাচে জিততে পারেনি টাইগাররা। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ গড়েছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে ৪৭.৪ ওভারেই লক্ষ্য পেরিয়ে গিয়ে ৫ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা।

গতকালের এই ম্যাচে টাইগারদের ২৯৪ রানের সংগ্রহ গড়ার পথে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় নম্বরে নেমে তিনি খেলেছেন ৪৪ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস। ৩ চার আর ৩ ছিয়ে ৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। সেই সঙ্গে অনন্য এক রেকর্ডও গড়েছেন টাইগারদের সিনিয়ির এই ক্রিকেটার।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। বিশ্বের ৪১তম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার রেকর্ড গড়তে অভিজ্ঞ এই ক্রিকেটার খেলেছেন মোট ৪৩০ ইনিংস।

২০০ ছক্কার অধিকাংশই মাহমুদুল্লাহ হাঁকিয়েছেন ওয়ানডে ক্রিকেটে। একদিনের ক্রিকেটে তার ছক্কার সংখ্যা ৯৯টি, টি-টোয়েন্টি ও টেস্টে তিনি ছক্কা হাঁকিয়েছেন যথাক্রমে ৭৭ ও ২৪টি। এদিকে প্রথম বাংলাদেশ হিসেবে মাহমুদউল্লাহ ২০ ছক্কা মারার রেকর্ড গড়লেও ওয়ানডেতে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটা এখনো তামিম ইকবালেরই।

দেশসেরা ওপেনার তামিম একদিনের ক্রিকেটে হাঁকিয়েছেন ১০৩টি ছকা। এ তালিকায় তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম, তার ছক্কা ১০০টি। ক্যারিবীয়দের বিপক্ষে চলমান সিরিজ দিয়েই মুশফিককে টপকে যেতে পারেন মাহমুদউল্লাহ, ওয়ানডে ক্রিকেটে তার ছক্কা ৯৯টি।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments