Monday, December 9, 2024
HomeScrollingদুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পায়তারা করছে -ওয়ারেছ আলী মামুন

দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করার পায়তারা করছে -ওয়ারেছ আলী মামুন

জামালপুর সংবাদদাতা।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, একটি মহল দূর্গাপুজাকে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। কেউ যাতে বিএনপির নামে বিশৃঙ্খলা না করতে সে বিষয়ে সকল নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, পূজামণ্ডপ গুলোতে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটির সদস্যরা পূজা কমিটির সমন্বয়কদের সাথে সার্বক্ষনিক কাজ করবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মন্ডপগুলোতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে নির্দেশ দিয়েছে। আমরা আর নির্দেশে সবাই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করবো।

জামালপুর শহর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জামালপুর সদর ও পৌরসভার ৪৬ টি পুজামন্ডপের নেতৃবৃন্দের মাঝে অনুদান তুলে দেয়া হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments