শেখ হাসিনা সরকারের পতনের একমাস পূর্ণ হলো আজ। গত মাসের স্মৃতিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক কথা শেয়ার করছেন। এর মধ্যে একটি ভাইরাল বক্তব্য হলো- ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’।
গত মাসের ৪ তারিখ সমন্বয়ক সারজিসের এই ঘোষণায় পরের দিন ছাত্র-জনতায় একাকার হয়ে গিয়েছিল ঢাকা। ওই দিনই ক্ষমতা ছেড়ে সাবেক প্রধনমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছিল।
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা!’ মাত্র সাতটি শব্দ। তবে এর ক্ষমতা ছিল বিশাল। এ ক’টি শব্দেই বদলে গেছে বাংলাদেশের ইতিহাস। দেশে টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হয়েছে এই সাত শব্দের একটি বাক্যের ডাকে। এক দফা দাবিতে সরকার হটানোর পর ছাত্র-জনতা যেটিকে বলছেন, ‘স্বৈরাচারের’ বিদায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সমন্বয়করা সেদিন এ ডাক দেন। ৬ আগস্ট এ লং মার্চ হওয়ার কথা ছিল। তবে ৪ আগস্ট পুলিশসহ সরকারি বিভিন্ন বাহিনীর গুলিতে বিপুল সংখ্যক ছাত্র-জনতার মৃত্যু হলে তারা লং মার্চের দিনক্ষণ পরিবর্তন করেন। পরে সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ অন্যরা এই একটি বাক্য তাদের টাইমলাইনে শেয়ার করেন, ভিডিও বার্তা দেন।
এদিকে, ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শহীদি মার্চ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদমিনারে শেষ হবে। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সারা বাংলাদেশে আবারও শহীদ ও আহত ভাইদের স্মরণে এবং তাদের স্মৃতি ধারণ করে ছাত্র-জনতার অভ্যুত্থানে এই কর্মসূচি পালিত হবে। সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা।
সারজিস বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকায় শহীদি মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে।