Saturday, November 9, 2024
HomeScrollingকাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে।

সোমবার (০৩ জুন) ভোর রাত ৪টা ৩০ মিনিটের সময় উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কে হিরন্যকান্দি দক্ষিণ পাড়া জামেমসজিদ সংলগ্ন এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মোঃ নিজাম উদ্দিন মাতুব্বরের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ মিঠুন মাতুব্বর(৩৪) ও ছোট ছেলে ভাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ অন্তর মাতুব্বর(১৯)

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(SI) আব্দুল্লাহ হেল বাকী জানান, নিহতরা দুই ভাই গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ভাঙ্গা উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি দক্ষিণ পাড়া জামে-মসজিদে সামনে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দুই ভাই ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই মোঃ মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই মোঃ অন্তর মাতুব্বরের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ততক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তী জানাজায় অন্তর মাতুব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছু সময় পার সকালেই মারা জান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments