মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুল্লাহ খান ও উপজেলা শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন।
মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান খান এর সার্বিক ব্যবস্থাপনা ও সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মস্তফাপুর ইউপি চেয়ারম্যান মো.সোরাব হোসেন খান ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ মো. ফারুক মাতুব্বর সহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা। এবং ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জবাহের মোল্লা।মেহেদী হাসান সোহাগ