Wednesday, May 8, 2024
HomeScrollingডুবে যাওয়া ফেরি থেকে ২ কাভার্ডভ্যান উদ্ধার

ডুবে যাওয়া ফেরি থেকে ২ কাভার্ডভ্যান উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া প্রান্তের ৫ নম্বর ঘাটের অদূরে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে ২টি মালবোঝাই কাভার্ডভ্যান উদ্ধার করেছে হামজা। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ও রাত ৭টার দিকে কাভার্ডভ্যান দুইটি উদ্ধার করা হয়। পরে সেগুলো ৫ নম্বর ঘাটের পন্টুনে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, ৯টি ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ে ফেরিটি ডুবে যায়। সেখান থেকে দুটি মালবাহী কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এছাড়া কুয়াশার ঘনত্ব বাড়ার আগ পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ফেরির দ্বিতীয় যন্ত্রচালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন। ফেরিতে থাকা বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। প্রত্যয় ও রুস্তম আগামীকাল ঘটনাস্থলে এলে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করা হবে।

উল্লেখ, গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিটি ৯টি মালবোঝাই ট্রাক-কাভার্ডভ্যান নিয়ে পাটুরিয়ার ঘাটের উদ্দেশে রওনা দেয়। রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ঘাট অস্পষ্ট দেখা যাওয়ায় ফেরিটি নঙর করে চালক। সকাল ৮টার দিকে কুয়াশা কমে গেলে ঘাটে ফেরিটি ভেড়ানোর সময় ফেরির তলা ফেটে পানি উঠে ডুবে যায় বলে জানা গেছে। তবে ফেরিটির তলা ফেটে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments