মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল)..
টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল প্রেস ক্লাবের সব সদস্যের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে দৈনিক যুগান্তরের ঘাটাইল প্রতিনিধি খান মুহাম্মদ ফজলুর রহমানকে সভাপতি ও দ্যা বাংলাদেশ টুডে’র ঘাটাইল প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম চাঁনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও কমিটিতে সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন (আলোকিত সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (দেশ রুপান্তর), সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম মামুন (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক রকিবুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক মোঃ ইয়ামিন (গণকণ্ঠ), সংস্কৃতি সম্পাদক আল আমিন হোসেন বিপ্লব (ভোরের পাতা), নির্বাহী সদস্য নটো কিশোর আদিত্য (প্রথম কথা) নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির সদস্য পদে রয়েছেন মাজহারুল ইসলাম শিহাব (আমার দেশ) রবিউল ইসলাম বাদল ভোরের কাগজ), উত্তম কুমার আর্য্য (যায়যায়দিন), সবুজ সরকার সৌরভ, দৈনিক প্রতিদিনের চিত্র)আল আমিন রহমান (সময়ের আলো), মোঃ শফিকুল ইসলাম (দৈনিক বাংলা), মোঃ খায়রুল ইসলাম (নয়া দিগন্ত), মোঃ আশরাফুল ইসলাম আরিফ (বাংলাদেশের আলো), ইমরুল কায়েস রাজিব (ঘাটাইল ডটকম), সরোয়ার জাহান কলি (ঘাটাইল টুয়েন্টিফোর), আবু শোয়েব ডন (সকালের সময়), মোঃ রফিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার), ইন্তাজ আলী শফি (সময় তরঙ্গ)।