Monday, December 9, 2024
HomeScrollingঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ

ঢাকায় আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ

ঢাকা মহানগরীতে সবধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো ও আগুন নিয়ে মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করবেন এবং ইংরেজি নববর্ষের শুরুতে ৩১ ডিসেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এ সকল ধর্মীয় ও আনন্দ উৎসব উৎযাপনের সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ কারণে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ১৮ ডিসেম্বর থেকে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সবধরনের আতশবাজি, মশাল মিছিল, পটকা ফোটানো, ফানুস উড়ানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কলবৎ থাকবে বলেও জানানো হয়

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments