বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের প্রথম রাউন্ডের দুই ম্যাচই ড্র হয়েছে। আজ শেষ দিনে সেঞ্চুরি করেন ইস্ট জোনের অমিত হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ রানে ৩ উইকেট নিয়ে দিন শুরু করে ইস্ট জোন। অমিত প্রথমে জাকের আলিকে নিয়ে ৭১, পরে শামসুর রহমান শুভকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন। অমিত করেন অপরাজিত ১০২ রান। ইস্ট জোন ৬ উইকেটে ২৪৯ রানে ডিক্লেয়ার করে। চতুর্থ ইনিংসে ৩৭০ রান তাড়া করতে নেমে সাউথ জোন ৩ উইকেট ৮০ রান তুললে দিনের খেলা শেষ হয়। প্রথম ইনিংসে ইস্ট জোন ৪০২ ও সাউথ জোন ২৮২ রানে অলআউট হয়েছিল।
সিলেটে সেন্ট্রাল জোন ও নর্থ জোনের ম্যাচ বৃষ্টির করণে তৃতীয় দিন পরিত্যক্ত হয়েছিল। আজ চতুর্থ দিনে খেলা মাঠে গড়ায়। আগের দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান নর্থের তাওহীদ হৃদয় এদিন আউট হন ১৬৫ রানে। তার ১৬৬ বলের ইনিংসে ছিল ১৩ চার ও ৮ ছক্কা। ২৭৭ রানে অলআউট হয় নর্থ জোন।
সেন্ট্রাল জোন ৪ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৫৪ রান তুললে দিনের খেলা শেষ হয়। এর আগে প্রথম ইনিংসে নাঈম ইসলামের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ২৮১ রান করেছিল সেন্ট্রাল জোন।